তোমায় ছাড়া শরৎ
- আবু সাঈদ মামুন ১৯-০৫-২০২৪

কাশফুল গুলি ফুটেছিল এই শরৎ মাসে
দেখা হয়নি আঁখি মেলিয়া তুমি নাই যে পাশে।

নীল আকাশের নীল রংটা কেমন মলিন মলিন লাগে
শরৎ তোমায় বিদায় দিব এবার আলিঙ্গনের আগে ।

ইচ্ছে ডানার ইচ্ছে গুলিকে আজ দিয়ে দিলাম ছুটি
আগামির শরৎকে স্বাগত জানাব দুইজনে বেঁধে জুটি।

এই শরৎ এর কাশফুল গুলি মনে ধরেছিল বেশ
কাছে যাইনি ছুয়েও দেখিনি এইতো ছিলাম বেশ ।

নীল আকাশে সাদা মেঘের কতইনা আনা গোনা
তোমায় ছাড়া শরৎ তাই আজ সে গুলি ছুতে মানা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৬-০৭-২০২৩ ০০:১১ মিঃ

ভারী সুন্দর লেখা